পরিচিতি

একটি সুশিক্ষিত জাতির স্বপ্নে দুর্মরের পথ চলা…


একটি সুশিক্ষিত জাতিই পারে একটি উন্নত সভ্যতা নির্মাণ করতে। সমগ্র বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই, যেসব জাতি সুশিক্ষিত তাদের পরিশ্রম ও সাধনার ফলেই আজ পৃথিবীর এত সফল।  জাতি হিসেবে আমাদের একটি গৌরবময় অতীত থাকলেও বর্তমানে আমাদের অবস্থা খুব একটা সুখকর নয়।  বেকারত্ব, অশিক্ষা, দারিদ্র্য ইত্যাদি সমস্যা আমাদের নিত্যসঙ্গী। এসব সমস্যা যে কোনো সচেতন নাগরিককেই চিন্তিত করে, তার অনুভূতিকে নাড়া দেয়। আমাদেরকেও এ সমস্যা ভাবায়।
এসব বিষয় চিন্তা থেকেই ২০১৬ সাল থেকে একদল সুশিক্ষিত অধ্যাপক, লেখক ও তরুণের সমন্বয়ে “দুর্মর সিরিজ পাবলিকেশন্স”-এর পথ চলা। নিছক বাণিজ্যিক উদ্দেশ্য থাকলে অধিক মুনাফার আশায় অন্য অনেক ব্যবসাই করা যেত।  কিন্তু আমরা চেয়েছি জাতীয় কল্যাণ, রুচি ও ব্যবসার সমন্বয়সাধন করতে।এ উদ্দেশ্যসাধনেই ২০১৬ সালে প্রকাশিত হয়েছে বিসিএস সহ সকল চাকুরিতে ক্যারিয়ার গড়ার জন্য “দুর্মর সিরিজ” এর সিলেবাস ভিত্তিক বই, এছাড়াও ২০১৯ সালে প্রকাশিত হয় সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়সমৃদ্ধ নিয়ে বাংলাদেশে এই প্রথম ২ভাষার মাসিক পত্রিকা “মাসিক দোভাষী”।   দুর্মর সিরিজ পাবলিকেশন্স -এর পাঠকসেবার এই দীর্ঘ পথপরিক্রমায় আরও অনেক কিছু যোগ হতে যাচ্ছে।  এছাড়া সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত করা হয়েছে দুর্মর অনলাইন স্টাডি এবং ফ্রি অনলাইন পরীক্ষা।  এ সব কিছুই পাঠকসেবার উদ্দেশ্যে দুর্মর পরিবারের একান্ত ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।
আমরা যে স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছি, তাতে আর্থিকভাবে খুব লাভবান না হলেও মানসিকভাবে আমরা সফল।  কেননা, আমাদের সঙ্গে রয়েছে লাখো পাঠক এবং দেশবাসীর অফুরন্ত ভালোবাসা ।  আমরা চাই আমাদের দেশ ও জাতি নিজেকে বিশ্বের সামনে মাথা উচু করে দাড়াক, এবং নিজেকে প্রতিষ্ঠিত করুক।

No comments:

Post a Comment